দুধখালী ইউনিয়নে হাসপাতাল ও ক্লিনিক সংখ্যা
দুধখালী ইউনিয়নে সরকারী একটি যক্ষ হাসপাতাল আছে। এই হাসতালপি মিঠাপুর বাজারে পাশে রয়েছে। যোগাযোগের জন্য ভ্যান রিক্স ইজিবাইক, মোটর সাইকেল দিয়ে যাতায়াত করা যায় এই হাসপাতালে মাত্র ১ জন ডাক্তার রয়েছে।
ক্লিনিক:
দু্খালী ইউনিয়নে কমিনিকেশন ক্লিনিক রয়েছে মাত্র ২ টি । একটি রয়েছে পূর্ব হাউসদী (বাজারে পাশে কুদ্দুস ফরাজী বাড়ী পাশে)। আরএকটি রয়েছে বলষা । এই ক্লিনিকে রয়েছে একজন করে স্বাস্খ কর্মি এরা সরকারি ছুটি বযতিত সকাল ৯টা থেকে দুপুর ২টা প্রর্যন্ত রোগিদের সেবা দিয়ে থাকেন এবং বিনামূল্য ওসুধ বিতারন করে থাকেন। সরকারী ভা্বে ০ থেকে ৫ বছরে বাচ্চাদের টিকা দিয়ে থাকেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস